আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে শনিবার (০২ মার্চ) বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নাহিপতেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ নির্দেশনা দেন।
কবিতা খানম বলেন, ভোট মানুষের পবিত্র আমানত।
ভোটকেন্দ্রে নিয়োজিতদের কর্তব্য পালনে অবহেলা দেখা গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হালিম টলস্টয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল মতিন, জেলা পুলিশ সুপার (এসপি) প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণ কর্মসূচিতে ফুলছড়ি উপজেলার ৪৬টি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারসহ মোট ৯৭৮ জন ভোটগ্রহণ কর্মকর্তা অংশ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
এসআরএস