বৃহস্পতিবার (৭ মার্চ) শেষ দিনে তারা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শরীফুল ইসলাম এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল আলম।
করিমগঞ্জ উপজেলার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী ও ফজলুর রহমান, ভৈরব উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোশতাক আহমেদ বুলবুল, ইটনা উপজেলার জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, মিঠামইন উপজেলার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল।
রিটার্নিং কর্মকর্তা ও কিশোরগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রত্যাহার ৭ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে ২৪ মার্চ।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
জিপি