ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কালাইয়ে ভোট বর্জন করলেন চেয়ারম্যান প্রার্থী তারেকুল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
কালাইয়ে ভোট বর্জন করলেন চেয়ারম্যান প্রার্থী তারেকুল  সংবাদ সম্মেলন করছেন জাসদ প্রার্থী তারেকুল ইসলাম মিলন। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলায় এজেন্টদের মারধর করে বের করে দেয়া এবং কেন্দ্র দখলের অভিযোগ করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তারেকুল ইসলাম মিলন।

রোববার (১০ মার্চ) দুপুর দুইটার দিকে কালাই প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘কালাই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে মশাল মার্কার দায়িত্বপ্রাপ্ত এজেন্টদের মারধর করে বের করে দিয়ে  ভোটকেন্দ্র দখল করে ইচ্ছামতো ব্যালট পেপারে সিল মারা হয়েছে।

তাই আমি বাধ্য হয়ে ভোট বর্জন করলাম। ’

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।