ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

পুনরায় সৈয়দপুরের চেয়ারম্যান মোমিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
পুনরায় সৈয়দপুরের চেয়ারম্যান মোমিন

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোখছেদুল মোমিন পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রোববার (১০ মার্চ) রাত সোয়া ৮টায় সহকারী রিটার্নিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার রবিউল আলম বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

জানা যায়, আওয়ামী লীগ প্রার্থী মোখছেদুল মোমিন ৪০ হাজার ৬৫০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জয়নাল আবেদীন ভোট পেয়েছেন ২০ হাজার ৭৮৫।

এছাড়া, ২২ হাজার ২১৪ ভোট পেয়ে পুনরায় ভাইস চেয়ারম্যান হয়েছেন আজমল হোসেন (তালা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর সরকার (উড়োজাহাজ) পেয়েছেন ১৯ হাজার ৩৫২ ভোট।  

নারী ভাইস চেয়ারম্যান পদে সানজিদা বেগম লাকী (পদ্মফুল) ৩৪ হাজার ৫৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রওনক আফজাল রিনু (সেলাই মেশিন) পেয়েছেন ১৯ হাজার ১৪৪ ভোট।

সৈয়দপুর উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন, নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় এক লাখ ৮৬ হাজার ৮২৪ জন ভোটারের মধ্যে ৬৬ হাজার ৩০০ ৭৯টি ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।