সোমবার (১১ মার্চ) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচিতদের তালিকা প্রকাশ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবুল হোসেন।
নির্বাচিতরা হলেন- কাজিপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান নাছিম রেজা নূর দীপু, মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা বেগম, রায়গঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি রানী, তাড়াশ উপজেলায় ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা খাতুন, বেলকুচি উপজেলায় ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান রত্না খাতুন এবং চৌহালী উপজেলায় ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার।
এর আগে, রোববার (১০ মার্চ) রাতে স্ব-স্ব উপজেলা রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
প্রসঙ্গত, জেলার সাতটি উপজেলা পরিষদের মধ্যে শাহজাদপুরে লিয়াকত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন এলিজা খানম। বাকি ছয়টিতে সরাসরি ভোটের মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত হন।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এসআরএস