ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাঙামাটিতে নির্বাচিত হলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
রাঙামাটিতে নির্বাচিত হলেন যারা

রাঙামাটি: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটির ১০ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পাঁচ, পিসিজেএসএস (সন্তু) তিন ও জেএসএসের দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। সোমবার (১৮ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারি ফলাফলে তারা বিজয়ী হন। 

জেলা রিটার্নিং কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাঙামাটি সদরে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শহিদুজ্জামান মহসিন রোমান (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৭১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিসিজেএসএস সমর্থিত অরুণ কান্তি চাকমা (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ২৪ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে দুর্গেশ্বর চাকমা (বই) প্রতীক নিয়ে ২২ হাজার ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনুপম চাকমা (টিউবওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৭৩৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন আক্তার (কলস) প্রতীক নিয়ে ২১ হাজার ৬২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিতা চাকমা (প্রজাপতি) প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৫৮ ভোট।

কাউখালী উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সামশুদ্দোহা চৌধুরী (নৌকা) প্রতীক নিয়ে ২৬ হাজার ৬৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিসিজেএসএস সমর্থিত অর্জুন মণি চাকমা (আনারস) পেয়েছেন ৭ হাজার ৫০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে অংপ্রু মারমা (টিউবওয়েল) প্রতীক নিয়ে ১৬ হাজার ৮৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মংসুউ মারমা (চাশমা) প্রতীক নিয়ে পেয়েছেন ৯৯২ ভোট।  

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিংবাউ মারমা (কলস) প্রতীক নিয়ে ২১ হাজার ৫৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃপা চাকমা এ্যানী (প্রজাপতি) প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ১২৩ ভোট।  

রাজস্থলী উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উবাচ মারমা (নৌকা) প্রতীক নিয়ে ৯ হাজার ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী পিসিজেএসএস সমর্থিত প্রার্থী শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩৮৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উচসিন মারমা (প্রজাপতি) প্রতীক নিয়ে ৮ হাজার ২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজু আক্তার (ফুটবল) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২৩৭ ভোট।  

জুরাছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে পিসিজেএসএস সমর্থিত প্রার্থী সুরেশ কুমার চাকমা (আনারস) প্রতীক নিয়ে ৭ হাজার ৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রুপ কুমার চাকমা (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৫৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে রিটন চাকমার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আগে তিনি বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলপনা চাকমা (হাঁস) প্রতীক নিয়ে ৫ হাজার ৩৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

বিলাইছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে পিসিজেএসএস সন্তু গ্রুপ সমর্থিত প্রার্থী বীরোত্তম তঞ্চঙ্গ্যা (আনারস) প্রতীক নিয়ে ৬ হাজার ৪৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়সেন তঞ্চঙ্গ্যা (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৭৯৮ ভোট। ভাইস চেয়ারম্যান পদে রবিন তঞ্চঙ্গ্যা (টিউবওয়েল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উৎফলা চাকমা (কলস) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।  

কাপ্তাই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মফিজ আহম্মেদ বিনা (নৌকা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় আগেই বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে (চশমা) প্রতীক নিয়ে নাছির উদ্দীন ৯ হাজার ৭৮ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (টিউবওয়েল) প্রতীক নিয়ে সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা পেয়েছেন ৪ হাজার ৭৭৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উমৈচিং মারমা ৬ হাজার ৩২৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারহানা আক্তার পেয়েছেন ৪ হাজার ৩৫৬ ভোট। তবে ব্যালেট পেপারগত সমস্যা হওয়ায় একটি কেন্দ্রের ভোট স্থগিত থাকায় মহিলা ভাইস চেয়ারম্যানের পদটির ফলাফল প্রকাশ করা হয়নি।  

বাঘাইছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে পিসিজেএসএস সংস্কার এমএন লারমা গ্রুপের প্রার্থী সুদর্শন চাকমা (ঘোড়া) প্রতীক নিয়ে ২৪ হাজার ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিসিজেএসএস সন্তু গ্রুপ সমর্থিত প্রার্থী বড় ঋষী চাকমা (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ২২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে ১৬ হাজার ১৪ ভোট পেয়ে আব্দুল কাইয়ুম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৮ হাজার ৭৭ ভোট পেয়ে সাগরিকা চাকমা বিজয়ী হয়েছেন।  

লংগদু উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বারেক সরকার (নৌকা) প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতীয় বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মীর সিরাজুল ইসলাম (ঝন্টু) (নলকূপ) প্রতীক নিয়ে ৬ হাজার ৩৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমাম হোসেন (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭৩০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোয়ারা বেগম (ফুটবল) প্রতীক নিয়ে নিয়ে ৮ হাজার ৬৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা জিন্নাহ (পদ্মফুল) প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ২৫৫ ভোট।

বরকল উপজেলায় পিসিজেএসএস সন্তু গ্রুপ সমর্থিত প্রার্থী বিধান চাকমা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শ্যাম রতন চাকমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুচরিতা চাকমা বিজয়ী হয়েছেন।

নানিয়ারচর উপজেলায় চেয়ারম্যান পদে প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান পদে মো. নুরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসমা বেগম বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।