ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোট পড়েছে ৪১.২৫ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোট পড়েছে ৪১.২৫ শতাংশ নির্বাচন ভবন

ঢাকা: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট পড়েছে ৪১ দশমিক ২৫ শতাংশ। যা প্রথম ধাপের চেয়ে প্রায় দুই শতাংশ কম। প্রথম ধাপের নির্বাচনে ভোট পড়ে ছিল ৪৩ শতাংশ।

গত ১৮ মার্চ দেশের ১৫ জেলার ১১৫ উপজেলায় ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)।

মাঠ পর্যায় থেকে পাঠানো ফলাফল সমন্বয় করে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১ কোটি ৪৫ লাখ ১১ হাজার ৯০ জন।

এদের মধ্যে ভোট দিয়েছেন ৫৯ লাখ ৮৬ হাজার ৮৭৪ জন। অর্থাৎ ভোট পড়ার হার ৪১ দশমিক ২৫ শতাংশ।

এ নির্বাচনে ভোট বাতিল হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৪৫৪টি। বৈধ ভোটের সংখ্যা ৫৭ লাখ ৭৫ হাজার ৪৫৬টি।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৩ জনসহ আওয়ামী লীগের মোট ৭৪ জন চেয়ারম্যান পদে জয় পেয়েছে। জাতীয় পার্টির  দু্ই জন, স্বতন্ত্র ৩৮জন নির্বাচিত হয়েছেন। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের নির্বাচন স্থগিত করা আছে আদালতের নির্দেশে।

এবার পাঁচ ধাপে উপজেলার ভোট করছে ইসি। ২৪ মার্চ তৃতীয় ধাপে, ৩১ মার্চ চতুর্থ ধাপে এবং ১৮ জুন পঞ্চম ধাপে ভোটগ্রহণ করবে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ০৬১৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
ইইউডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।