ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

পাকুন্দিয়ায় জাপা প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
পাকুন্দিয়ায় জাপা প্রার্থীর ভোট বর্জন

কিশোরগঞ্জ: অনিয়ম, কারচুপি ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ এনে পাকুন্দিয়ায় জাতীয় পার্টির (জাপা) লাঙল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম শওকত ভোট বর্জন করেছেন।
 

রোববার (২৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে সাংবাদিকদের উপস্থিতিতে জাহাঙ্গীর আলম শওকত বলেন, নির্বাচনে অনিয়ম ও কারচুপি হয়েছে। এছাড়াও বিভিন্ন কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দিয়ে সরকার দলীয় প্রার্থীর লোকজন ভোট দিয়েছে।

আর এসব কারণেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।  

এ বিষয়ে বিকেলে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বাংলানিউজকে জানান, জাহাঙ্গীর আলম শওকত ফোনে বিষয়টি আমাকে বলেছেন। তবে এখনো লিখিত অভিযোগ দেননি।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।