শ্রীপুর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মাহমুদুল গণি শাহিন ৩৯ হাজার ৮০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী পঙ্কজ কুমার সাহা পেয়েছেন ২৪ হাজার ৭৭৪।
শালিখা উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) অ্যাডভোকেট কামাল হোসেন ৩৬ হাজার ৪৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট শ্যামল কুমার দে পেয়েছেন ৩১ হাজার ৩১২ ভোট।
মহম্মদপুর উপজেলায় ৪৩ হাজার ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আবু আবদুল্লাহেল কাফি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আবদুল মান্নান পেয়েছেন ৩১ হাজার ৫৩০ ভোট।
বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এসএইচ