ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মানিকগঞ্জে আ’লীগ ৬, স্বতন্ত্র ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
মানিকগঞ্জে আ’লীগ ৬, স্বতন্ত্র ১

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাতটি উপজেলার ছয়টিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্রী প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন- দৌলতপুরে নুরুল ইসলাম রাজা নৌকা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ১৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদের আনারস প্রতীকে পেয়েছেন ৩২০০ ভোট।



ঘিওরে হাবিবুর রহমান হাবিব নৌকা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৯২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনোয়ার হোসেন দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৪৪ ভোট।

সিংগাইরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মুশফিকুর রহমান হান্নান আনারস প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৪৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৫২৪ ভোট।

এছাড়া একাধিক প্রার্থী না থাকায় সাটুরিয়া উপজেলায় আব্দুল মজিদ ফটো, মানিকগঞ্জ সদর উপজেলায় ইসরাফিল হোসেন, হরিরামপুর উপজেলায় দেওয়ান সায়েদুর রহমান এবং শিবালয়ে রেজাউর রহমান জানু বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৩০৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
কেএসএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।