এর আগেও ১০ এমপিকে একই নির্দেশনা দেওয়া হয়েয়েছিলো। এছাড়াও এমপিরা যাতে আচরণ বিধি ভঙ্গ না করেন, সে ব্যবস্থা নিতে স্পিকারকেও চিঠি দিয়েছিলো সংস্থাটি।
নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি যে সাত এমপিকে পাঠানো হয়েছে, তারা হলেন— টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খাঁন, টাঙ্গাইল-৫ আসনের মো. ছানোয়ার হোসেন ও টাঙ্গাইল-৮ আসনের মো. জোয়াহেরুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের মো. মোজাম্মেল হোসেন, খুলনার-৬ আসনের মো. আক্তারুজ্জামান, ময়মনসিংহ-১১ আসনের কাজিম উদ্দিন আহম্মেদ এবং যশোর-২ আসনের মো. নাসির উদ্দিন।
এবার পাঁচ ধাপে উপজেলায় ভোটগ্রহণের পরিকল্পনা নিয়েছে ইসি। প্রথম ধাপে ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ভোট হয়েছে। চতুর্থ ধাপে ৩১ মার্চ ও পঞ্চম ধাপে ১৮ জুন ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
ইইউডি/এমজেএফ