ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফেনীর ৪ উপজেলায় আ’লীগ সমর্থিতরা জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
ফেনীর ৪ উপজেলায় আ’লীগ সমর্থিতরা জয়ী

ফেনী: পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ফেনীর চার উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিতরাই জয়ী হয়েছেন। 

রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় জেলা রিটানিং কর্মকর্তা পি কে এম এনামুল করিম ও নাছির উদ্দিন পাটোয়ারী বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।  

ফেনী সদর উপজেলায় চেয়ারম্যান পদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হয়েছে।

এখানে ১২৭ কেন্দ্রে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি কম (নৌকা) প্রতীকে ৪১ হাজার ৭৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য আজহারুল হক আরজু পেয়েছেন ৫ হাজার ২৫০ ভোট। এর আগে আওয়ামী লীগের দুই প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে এ কে এম শহীদ খোন্দকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জোসনা আরা বেগম জুসি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।  

সোনাগাজী উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহির উদ্দিন মাহমুদ লিফটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে ৬৮টি কেন্দ্রে শাখাওয়াতুল হক বিটু (তালা) পেয়েছেন ৮২ হাজার ৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিন মোহাম্মদ (টিউবওয়েল) ৩ হাজার ৬৮৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জোবেদা নাহার মিলি (কলস) পেয়েছেন ৮২ হাজার ৬০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোর্শেদা আক্তার (পদ্ম ফুল) পেয়েছেন ৩ হাজার ৬০৫ ভোট।

দাগনভূঁঞায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দিদারুল কবির রতন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ৬৪টি কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ শাহীন মুন্সী ৭৪ হাজার ২৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির অ্যাডভোকেট রবিউল হক রবি পেয়েছেন ৩ হাজার ৫২০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রোখসানা সিদ্দিকী ৭৩ হাজার ৭২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির ফারহানা নিগার সুলতানা পেয়েছেন ৩ হাজার ৮৯৬ ভোট।  

ফুলগাজী উপজেলায় ৩২টি কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুল আলিম (নৌকা) প্রতীকে ৩৬ হাজার ৯৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদ্য নির্বাচন থেকে সরে দাঁড়ানো স্বতন্ত্র প্রার্থী রামিম হোসেন (কাপ পিরিস) পান ৬২৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আবুল আলম আজমির (তালা) ৩৪ হাজার ৯৬৫ ভোট প্রতিদ্বন্দ্বী অনিল বণিক (টিয়া পাখি) পান ২ হাজার ৩৯৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মঞ্জুরা আজিজ (কলস) ৩৫ হাজার ৬১৩ ভোট ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিবি মরিয়ম (ফুটবল) পান ২ হাজার ২ ভোট।

উল্লেখ্য, ফেনীর ৬টি উপজেলার মধ্যে বাকি পরশুরাম উপজেলা চেয়ারম্যানসহ সবক’টি পদে আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আইনি জটিলতার কারণে ছাগলনাইয়া উপজেলার নির্বাচন স্থগিত করেছে কমিশন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।