ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ত্রিশালে সিল দেওয়া ব্যালট, প্রিজাইডিং অফিসার আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মে ৫, ২০১৯
ত্রিশালে সিল দেওয়া ব্যালট, প্রিজাইডিং অফিসার আটক

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের শুরুতেই ফয়জুর রহমান নামের এক প্রিজাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ মে) সকাল সাড়ে ৮ টার দিকে স্থানীয় সানকিভাঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সিল দেওয়া ব্যালট পেপার থাকায় তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকবাল হোসেনের সঙ্গে ভোট করছেন দলটির বিদ্রোহীপ্রার্থী আব্দুল মতিন সরকার। এর আগে চতুর্থ ধাপে গত ৩১ মার্চ ময়মনসিংহের ১২ টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়।

ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৫০৮ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৬০ হাজার ২৬৫ ও নারী ১ লাখ ৫৫ হাজার ২৭৬ জন। মোট ভোটকেন্দ্র ১০৮ টি।  

উচ্চ আদালতের রায়ে গত ২৮ মার্চ ত্রিশাল উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করে দেয় নির্বাচন কমিশন (ইসি)।

দলটির বিদ্রোহীপ্রার্থী মতিন সরকার জামিনদার হয়েও ছেলের ঋণ খেলাপির তথ্য গোপন করায় উচ্চ আদালতে এ রিট করেছিলেন আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেন।  

পরে মতিন সরকার চেম্বার জজ আদালতে আপিল করলে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চ বিদ্রোহীপ্রার্থী আব্দুল মতিন সরকারকে বৈধ ঘোষণা করেন। ফলে নির্বাচনে অংশ নিতে তার বাঁধা দূর হয়ে যায়। এবং নির্বাচন কমিশন ৫ মে ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের দিন নির্ধারণ করে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, মে ৫, ২০১৯
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।