ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে- ৩৯টি স্থানীয় সরকারের নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। এগুলোর মধ্যে-নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা ও রাজশাহীর পুঠিয়া ইউপির (ইউনিয়ন পরিষদ) পুরোটাই ইভিএমে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।
এজন্য অফিস আদেশে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
ইসির তফসিল অনুযায়ী, আগামী ২৫ জুলাই মোট ২৭৭টি স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এগুলোর মধ্যে ছয়টি ইউপি ও একটি পৌরসভায় সাধারণ নির্বাচন। অন্যগুলোতে বিভিন্ন ইউপির বিভিন্ন পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। যে ছয়টি ইউপিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুট ইউপি, চাঁপুরের ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ, রাজশাহীর পুঠিয়া ও জিউপাড়া এবং রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ও দেবগ্রাম ইউপি।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হলো ৩০ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ২ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ জুলাই।
এদিকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জুলাই পর্যন্ত। আপিল কর্তৃপক্ষ আপিল আবেদন ৮ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করবে।
নির্বাচন কমিশন স্থানীয় সরকারের এ নির্বাচনগুলোর জন্য আপিল কর্তৃপক্ষ হিসেবে সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা/জেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করেছেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
ইইউডি/এএ