নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটি ঘোষণা করেছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এসএম শাহীন স্বাক্ষরিত এসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১১ জুলাই পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ও ভুরিয়া ইউনিয়ন পরিষদ এবং ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর, চর ঈশ্বরদীয়া, চর নিলক্ষীয়া, দাপুনিয়া, ভাবখালী ও সিরতা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষিত হলো। তবে ভোটের এলাকার কোনো পাবলিক পরীক্ষা থাকলে পরীক্ষার কেন্দ্র ও সংশ্লিষ্ট শিক্ষকরা সাধারণ ছুটির আওতা বহির্ভুত থাকবে।
এ দিকে নির্বাচন উপলক্ষে এসব এলাকায় ১ জুলাই মধ্যরাত থেকে ১১ জুলাই মধ্যরাত পর্যন্ত সব ধরনের মোটরযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে কতিপয় যান চলাচল করতে পারবে। সাংবাদিক, ভোটগ্রহণ কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রার্থী ও তাদের এজেন্টন্টের গাড়ি এবং জরুরি প্রয়োজনে ব্যবহৃত গাড়ি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৯
ইইউডি/এসএইচ