ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইভিএমে ব্যালট ছিনিয়ে জেতার সুযোগ নেই: ইসি সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
ইভিএমে ব্যালট ছিনিয়ে জেতার সুযোগ নেই: ইসি সচিব মো. আলমগীর

ঢাকা: ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন হলে অসুষ্ঠু অবস্থা তৈরি করে ভোটে জেতার কোনো সুযোগ নেই। ব্যালট পেপারে ভোট হলে কেউ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যেতে পারে। ইভিএমে সে সুযোগ নেই।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে বুধবার (২৪ জুলাই) বিকেলে সাংবাদিকদের কাছে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর এসব কথা বলেন।  

মো. আলমগীর বলেন, বৃহস্পতিবার (২৫ জুলাই) নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় সাধারণ নির্বাচন, চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি ওয়ার্ডে সাধারণ নির্বাচন, ৮টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচনসহ ইউনিয়ন, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরিষদের মোট ২৯৫টি পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের যে ওয়ার্ডে সাধারণ নির্বাচন হবে সেটিসহ কাঞ্চন পৌরসভা ও ৮টি ইউনিয়ন যেগুলোতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেগুলোতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। বাকিগুলোতে আগের মতোই ভোট হবে ব্যালটের মাধ্যমে।

মো. আলমগীর বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়েছে। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের নিয়োগ দেওয়া, তাদের প্রশিক্ষণ দেওয়া, নির্বাচন সংক্রান্ত ব্যালট পেপারসহ অন্য জিনিসপত্র যথাসময়ে পৌঁছে গেছে। আমাদের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।  

কাঞ্চন পৌরসভা নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আশা করি সুষ্ঠু নির্বাচন হবে। কারণ ওখানেতো ইভিএমে নির্বাচন হবে, ইভিএমে নির্বাচন হলে তো অসুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে ভোটে জেতার কোনো সুযোগ নেই। ওখানে তো ব্যালট পেপারে ভোট হচ্ছে না যে, কেউ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যেতে পারে। সেখানে সে সুবিধা নেই। যার ভোট তাকেই দিতে হবে। অন্য কারো এই ভোট দেওয়ার সুযোগ নেই।  

তিনি আরো বলেন, নির্বাচন আইন অনুযায়ী যা যা প্রস্তুতি নেওয়া দরকার সব প্রস্তুতিই নিয়েছি। অতএব এতেই বোঝা যায় আমরা বদ্ধপরিকর। আমরা কোনো প্রস্তুতি কম রাখিনি। প্রস্তুতি কম না রাখলেই বুঝতে হবে যে আমরা বদ্ধপরিকর।  

ইসি সচিব বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীভাবে ভোটগ্রহণ চলবে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।