কমিটির প্রধান ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান বাংলানিউজকে বলেন, আমরা বসেছিলাম। ঘটনাস্থল পরিদর্শন করেছি।
রোববার (৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টা ৬ মিনিটে নির্বাচন ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ারসার্ভিসের ১২টি ইউনিট কাজ করে রাত ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে তদন্ত কমিটি ধারণা করছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
বেজমেন্টে ৪ হাজার ৫শ ইলেকট্রনিক ভোটিং মেশিন রাখা ছিল। এ বিষয়ে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেছেন, তাদের আশঙ্কার তুলনায় ক্ষতি কম হয়েছে।
তিনি বলেন, ইভিএমের কট্রোল ইউনিটের কোনো ক্ষতি হয়নি। মরিটরের কিছু ক্ষতি হয়েছে, সেটা আগুনের কারণে নয়। আগুন নেভানোর পানির কারণে।
এ ঘটনার কারণ উদ্ধারে দু'টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইসির তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
অন্যদিকে ফায়ার সার্ভিসের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
ইইউডি/এএ