তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রাথী সোহেল মো. শাহিন পেয়েছে ২৩০৪ ভোট।
সোমবার রাতে (১৪ অক্টোবর) ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং অফিসার আমির খসরু গাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে তা চলে বিকেল ৫টা পর্যন্ত।
এছাড়াও কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ড থেকে ফরহাদ হোসেন মেহের, ২ নম্বর থেকে হেলাল উদ্দিন, ৩ নম্বর থেকে অহিদুর রহমান, ৪ নম্বর থেকে রায়হান মাসুম, ৫ নম্বর থেকে ইমাম হোসেন, ৬ নম্বর থেকে মাসুম পাটোয়ারী, ৭ নম্বর থেকে জাহিদুল ইসলাম, ৮ নম্বর থেকে ছাইফুই কবির, ৯ নম্বর থেকে হিরন হায়দার, ১০ নম্বর থেকে সিরাজ মাতাব্বার, ১১ নম্বর থেকে ফরিদ উদ্দিন ও ১২ নম্বর থেকে জসিম ফরাজি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
১২টি ওয়ার্ড নিয়ে গঠিত লালমোহন পৌরসভায় মোট ভোটার সংখ্যা ছিলো ১৯ হাজার ১০০ জন। যাদের মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭০৩ জন এবং নারী ভোটার ৯ হাজার ৯৯৭ জন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সর্বমোট ৬২ প্রার্থী। যাদের মধ্যে মেয়র পদে ২ জন, কাউন্সিলর পদে ৪৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ প্রার্থী।
বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
আরএ