ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

গোবিন্দগঞ্জ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী জয়ী  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
গোবিন্দগঞ্জ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী জয়ী
 

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মুকিতুর রহমান রাফি নারিকেল গাছ প্রতীকে ১১ হাজার ১৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির মনোনীত প্রার্থী ফারুক আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৪৯৪ ভোট।

এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন।  

শনিবার (৩০ জানুয়ারি) রাত ৮টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মোত্তালিব বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে, ১৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসরমুখর-শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

গোবিন্দগঞ্জ পৌরসভায় ৯টি ওয়ার্ডের মোট ভোটার ২৯ হাজার ৯৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৬৬৪ জন এবং মহিলা ভোটার ১৫ হাজার ৩০৫ জন।  

বাংলাদেশ সময়: ২৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।