ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিংগাইর পৌরসভায় ৩ মেয়রের প্রার্থিতা বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
সিংগাইর পৌরসভায় ৩ মেয়রের প্রার্থিতা বাতিল

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে তিন জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, সিংগাইর পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন আওয়ামী লীগের আবু নাঈম মো. বাশার, বিএনপি সমর্থিত বর্তমান মেয়র অ্যাডভোকেট মো. খোরশেদ আলম ভূঁইয়া জয়, জাতীয় পার্টির (জাপা) আবু বকর সিদ্দিক, মো. আব্বাস আলী (স্বতন্ত্র) ও মো. জাহাবুল হোসেন (স্বতন্ত্র)।  

এদের মধ্যে যাচাই-বাছাইয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।  

এদিকে দলীয় সমর্থনের কাগজ না থাকায় জাপার আবু বকর সিদ্দিকের প্রার্থিতা বাতিল হয়েছে। অপরদিকে ১০০ জনের সমর্থনসূচক তালিকায় গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. জাহাবুল হোসেনের মনোনয়ন ও মনোনয়পত্রে বিভিন্ন ক্রুটি থাকায় আরেক স্বতন্ত্র প্রার্থী মো. আব্বাস আলীর মনোনয়নপত্র বালিত হয়।

আগামী ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১২ ফ্রেব্রুয়ারি প্রতীক বরাদ্দ এবং ২৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার ২২ হাজার ৬৮৫ জন।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।