ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রামগতি পৌরসভার মেয়র হলেন আ.লীগের মেজবাহ উদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
রামগতি পৌরসভার মেয়র হলেন আ.লীগের মেজবাহ উদ্দিন এম মেজবাহ উদ্দিন মেজু

ফেনী: লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম মেজবাহ উদ্দিন মেজু পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন তাকে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে মেজবাহ উদ্দিন পেয়েছেন ১০ হাজার ৫২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবি আব্দুল্যাহ নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫৪ ভোট।  

এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সাহেদ আলী পটু ধানের শীষ প্রতীক নিয়ে ৩৮৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী সংগঠনটির পৌর শাখার সহ-সভাপতি মো. আবদুর রহিম হাতপাখা প্রতীক নিয়ে ১৫২, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আলমগীর হোসেন লাঙল প্রতীক নিয়ে ১৩২ ও স্বতন্ত্র প্রার্থী মো. জামাল উদ্দিন জগ প্রতীক নিয়ে ৯ ভোট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১ 
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।