ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আ.লীগের তিন চেয়ারম‌্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
আ.লীগের তিন চেয়ারম‌্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে

ঝালকাঠি: ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী  বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

এরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সাঈদ খান, নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম সেলিম ও রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া পারভেজ।

বুধবার (২৪ মার্চ) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এ তিনটি ইউনিয়নে একক প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করেন স্ব স্ব উপজেলা রিটার্নিং কর্মকর্তারা।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ খান ছাড়া কেউ মনোনয়নপত্র জমা দেননি।

এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে বুধবার নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় সিরাজুল ইসলাম সেলিম ও গোলাম কিবরিয়া পারভেজ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

আগামী ১১ এপ্রিল ঝালকাঠির চার উপজেলার ৩১টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৬৫৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।