ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

২০৪ ইউপি নির্বাচনের প্রচার শেষ মধ্যরাতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জুন ১৯, ২০২১
২০৪ ইউপি নির্বাচনের প্রচার শেষ মধ্যরাতে

ঢাকা: দেশের ২০৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচার শেষ হচ্ছে শনিবার (১৯ জুন) মধ্যরাত ১২টায়।  

এই সময়ের পর কোনো প্রার্থী বা সমর্থকদের কেউ কোনো ধরনের প্রচার চালাতে পারবেন না।

এছাড়া ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে মধ্যরাত থেকেই বন্ধ হচ্ছে ৫৪ ঘণ্টার জন্য বাইক চলাচল।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হয়।

২০৪ ইউপিতে ভোট শুরু হবে ২১ জুন সকাল ৮টায়। সে হিসেবে ৩২ ঘণ্টা আগে বলতে ১৯ জুন মধ্যরাত ১২টায় প্রচার কাজ বন্ধ করতে হবে।

এদিন ২ পৌরসভার সাধারণ নির্বাচন এবং লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনও অনুষ্ঠিত হবে।

গত ১১ এপ্রিল এসব নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু দ্বৈবদুর্বিপাকের কারণ দেখিয়ে ৯০ দিন সময় নিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। সে সময়ও শেষ হয়ে আসায় গত ২ জুন পুনরায় ভোটের তারিখ দেয় ইসি। এক্ষেত্রে যে পর্যায়ে নির্বাচনী কার্যক্রম বন্ধ হয়েছিল, সেখান থেকেই আবার কার্যক্রম হাতে নেওয়া হয়।

এদিকে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাচনী এলাকায় ১৯ জুন মধ্যরাত ১২টা থেকে ২২ জুন ভোর ৬টা পর্যন্ত অর্থাৎ ৫৪ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলালের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। অন্যান্য যন্ত্রচালিত যানবাহন বন্ধ থাকবে ২০ জুন মধ্যরাত ১২ টা থেকে ২১ জুন মধ্যরাত ১২ টা পর্যন্ত।

নির্বাচন উপলক্ষে মাঠে নেমেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা ভোটের পরের দিন পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।

২১ জুন প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের সময়সূচি ভোট পরবর্তীতে নির্ধারণ করবে ইসি।  

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুন ১৯, ২০২১
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।