ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

তৃতীয় টেস্টে করোনামুক্ত মাহবুব তালুকদার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
তৃতীয় টেস্টে করোনামুক্ত মাহবুব তালুকদার

ঢাকা: এক মাস পর করোনামুক্ত হয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। গত ১৯ জুন থেকে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

জ্যেষ্ঠ এ নির্বাচন কমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন জানান, রোববার (১৮ জুলাই) তৃতীয় দফা পরীক্ষায় মাহবুব তালুকদারের করোনা নেগেটিভ আসে।  

গত ১৯ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে গেলে পরিস্থিতি অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন। রাতেই করোনা পজিটিভ আসে তার। পরিস্থিতির উন্নতি হওয়ায় পরদিন তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

তিনি ছাড়াও ইসির ১৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত। অনেকেই এখনও চিকিৎসা নিচ্ছেন। মারা গেছেন পাঁচজন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।