ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

৩৮তম বিসিএস থেকে নন-ক্যাডারে ইসিতে নয়জনের নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
৩৮তম বিসিএস থেকে নন-ক্যাডারে ইসিতে নয়জনের নিয়োগ

ঢাকা: ৩৮তম বিসিএস (বাংলাদেশ সিভিস সার্ভিস) পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে নন-ক্যাডার পদের নয় প্রার্থীকে নির্বাচন কমিশনে (ইসি) নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ জুলাই) ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া ওই নয়জন জাতীয় বেতন কাঠামো ২০১৫ এর নবম গ্রেডে অনুযায়ী বেতন-ভাতা পাবেন।

যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন- মো. তামজীদুর রহমান (রেজি-০২৪৩৯৬), মো. রুহুল আমিন (রেজি-০৭১২৭৩), রাসেদুল ইসলাম (রেজি-০৭৩৯৩৩), মো. সাদ্দাম হোসেন (রেজি-০৯৭৩২৯), অনুজ গাইন (রেজি-৪১০৮৯১), রাজিবুল করিম (রেজি-৮০৭৭০০), মো. আল নোমান (রেজি-০৫২২৬০), মো. রাহাত তানভীর চৌধুরী (রেজি-১১৫০৩৮) ও সেতু কুমার বিশ্বাস (রেজি-১০৫২৬৬)।

নিয়োগ পাওয়া প্রার্থীদের আগামী ১ আগস্ট নির্বাচন কমিশনে এসে সচিব বরাবর অথবা secretary@ecs.gov.bd এবং sas_pm1@ecs.gov.bd ইমেইল ঠিকানায় যোগদানপত্র দাখিল/পাঠাতে হবে।

তালিকা দেখতে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
ইইউডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।