ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

দলে নারী পদ পূরণের অগ্রগতি জানানোর সময় শেষ ৩১ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ২, ২০২১
দলে নারী পদ পূরণের অগ্রগতি জানানোর সময় শেষ ৩১ ডিসেম্বর

ঢাকা: রাজনৈতিক দলগুলো সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী পদ পূরণে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার অগ্রগতি জানাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২০ সালের মধ্যে এ প্রতিশ্রুতি পূরণের কথা ছিল।

ইসির সিনিয়র সহকারী সচিব রওশন আরা জানান, করোনা পরিস্থিতি অবনতির কারণে দলগুলোকে নারী পদ পূরণের অগ্রগতি জানানোর সময় আরও বাড়ানো হয়েছে। এক্ষেত্রে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে কমিশন।

দশম সংসদ নির্বাচনের আগে দলগুলোকে নিবন্ধনের আওতায় আনে কমিশন। সে সময় ২০২০ সালের মধ্যে সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী পদ পূরণের শর্ত মেনে নিয়েছিল দলগুলো। কিন্তু এখনও পর্যন্ত দলগুলো সে প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি।

অনেক দল ইতোমধ্যে আরও সময় বাড়ানোর প্রস্তাব করেছে। আওয়ামী লীগ সময় চেয়েছে আরও পাঁচ বছর। তবে কমিশন রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন করে আরও ১০ বছর বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

বাস্তবতার আলোকে এ সিদ্ধান্তের দিকে যাচ্ছে কমিশন। তাদের যুক্তি যেহেতু এ শর্ত মানার ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি তাই সময় বাড়ানো উচিত।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০২১ 
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।