ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিলেটে চলছে ভোট গণনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
সিলেটে চলছে ভোট গণনা

সিলেট: সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এবার আসতে শুরু করেছে ফলাফল।

প্রথমবারের মতো এ আসনের ১৪৯টি কেন্দ্রের সব কয়টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ সম্পন্ন হয়।  

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়।  

প্রার্থীদের মৌখিক অভিযোগ ছাড়া কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।  

শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণের শুরু হলে কয়েকটি কেন্দ্রে ভোটারদের মোটামুটি উপস্থিতি থাকলেও বেশিরভাগ কেন্দ্র ফাঁকা দেখা যায়। সিলেট-৩ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়।  

তবে বেলা বাড়ার পর হাতেগোনা কিছু ভোটার কেন্দ্রে গিয়ে প্রথমবারের মতো ইভিএম মেশিনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করে।  

বেসরকারিভাবে এখনো ফলাফল ঘোষণার অপেক্ষায় থাকলেও এজেন্টদের তথ্যানুযায়ী বিভিন্ন কেন্দ্রে ভোটের হিসাবে নৌকা এগিয়ে রয়েছে।  

সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল), বিএনপির বহিষ্কৃত প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।