ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

অবশেষে ‘মেয়র’ হিসেবে জহুরুল ইসলামের নামে গেজেট হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
অবশেষে ‘মেয়র’ হিসেবে জহুরুল ইসলামের নামে গেজেট হচ্ছে

ঢাকা: আইনি জটিলতা কাটায় অবশেষে পৌর পিতা হিসেবে চেয়ারে বসার সুযোগ পাচ্ছেন চট্টগ্রামের বোয়ালখালীর জহুরুল ইসলাম। কেননা নির্বাচিত হিসেবে গেজেট প্রকাশ হচ্ছে তার নামে।

নির্বাচন কমিশন (ইসি) জহুরুল ইসলামকে বিজয়ী ঘোষণার গেজেট প্রকাশ করার জন্য সোমবার (১৩ মার্চ) রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন।  

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জহুরুল ইসলাম গত ২৩ মার্চ বোয়ালখালী পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। দলটির এক বিদ্রোহী প্রার্থী উচ্চ আদালতে রিট আবেদন করলে জহুরুলের জয়ী হওয়ার আদেশ আটকে যায়। পরবর্তীতে আইনি জটিলতা কাটায় পৌর পিতার চেয়ারে বসতে এখন আর কোনো বাধা নেই। যদিও গেজেট হওয়ার পরে শপথ নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে।  

রিটার্নিং কর্মকর্তা হিসেবে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান।

এতে বলা হয়েছে,  আপিল বিভাগ সিএমপি নম্বর- ৩৬৮/২০২১ এ বিগত ২৫ আগস্ট ২০২১ তারিখের আদেশের পরিপ্রেক্ষিতে বোয়ালখালী পৌরসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেয়র প্রার্থী মোহা. জহুরুল ইসলামের নামে বিধি মোতাবেক গেজেট প্রকাশের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই মর্মে কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। একই সঙ্গে মেয়র পদ ব্যতীত অন্যান্য সব কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো জটিলতা না থাকায় আগামী ২০ সেপ্টেম্বর ২০১১ তারিখে নির্বাচন অনুষ্ঠানের জন্যও নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

আগামী ২০ সেপ্টেম্বর ১৬১টি ইউপি আটটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।