ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিরাজগঞ্জ-৬ ও ৯ পৌরসভায় ভোট মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
সিরাজগঞ্জ-৬ ও ৯ পৌরসভায় ভোট মঙ্গলবার

ঢাকা: জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন, নয়টি পৌরসভার ও চারটি ইউনিয়ন পরিষদসহ (ইউপি) স্থানীয় সরকারের ছয়টি পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (২ নভেম্বর)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

 

নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের এলাকায় অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।  

নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটের এলাকায় ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। নির্দেশনা অনুযায়ী ৩১ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া ১ নভেম্বর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধরাত পর্যন্ত সব ধরনের যন্ত্রচালিত যান চলাচলের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে ইসি।  

এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে জরুরিসেবা, আইন-শৃঙ্খলা বাহিনী, ভোট কর্মকর্তা ও গণমাধ্যমের গাড়ি। এছাড়া রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে অন্য গাড়িও চলতে পারবে।  

সিরাজগঞ্জ-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মেরিনা জাহান, জাতীয় পার্টির মোক্তার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবির প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

সাবেক সংসদ সদস্য মো. হাসিবুর রহমান স্বপন ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করার পর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।  

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। মোট ৪ লাখ ২০ হাজার ৭৮০ জন ভোটার ১৬০টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।  

২ নভেম্বর নয়টি পৌরসভাতেও সপ্তম ধাপের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো হলো- নীলফামারীর ডোমার, দিনাজপুরের ঘোড়াঘাট, নড়াইলের লোহাগড়া, ফেনীর ছাগলনাইয়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া, নরসিংদীর ঘোড়াশাল, বগুড়ায়র সোনাতলা, খাগড়াছড়ির রামগড় ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা।  

এছাড়া খুলনার পাইকগাছার হরিঢালী, বাগেরহাটের মোড়েলগঞ্জের খাউলিয়া, রামগড়ের রাজনগর ও সুনামগঞ্জের ছাতকের ভাতগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।  

অন্যদিকে কুমিল্লা সিটি করপোরেশনের ৫ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদ, টাঙ্গাইল পৌরসভার ৪ নম্বর সাধারণ কাউন্সিলর পদ, কুষ্টিয়া পৌরসভার ২১ নম্বর সাধারণ কাউন্সিলর পদ, চাঁদপুরের কচুয়া পৌরসভার ১ নম্বর সাধারণ কাউন্সিলর পদ, পটুয়াখালীর কলাপাড়া ৫ নম্বর সাধারণ কাউন্সিলর পদ ও চট্টগ্রামের মিরসরাই পৌরসভার ১ নম্বর সংরক্ষিত কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে এদিন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।