ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ডোমারে আবারও মেয়র হলেন দানু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
ডোমারে আবারও মেয়র হলেন দানু মনছুরুল ইসলাম দানু।

নীলফামারী: নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচনে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনছুরুল ইসলাম দানু।

নারকেল গাছ প্রতীকে চার হাজার ৪৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।

নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আফরোজা নাজনিন মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন তিন হাজার ৬৭৪ ভোট আর আওয়ামী লীগের দলীয় প্রার্থী গণেশ কুমার আগরওয়ালা পেয়েছেন দুই হাজার ৪২৫ ভোট।

মঙ্গলবার (২ নভেম্বর) ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফলাফল প্রকাশ করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরেছেন। এবারই প্রথম এই পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।