ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইউপি নির্বাচন

দৌলতখানে জাল ভোটের অভিযোগে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
দৌলতখানে জাল ভোটের অভিযোগে যুবক আটক রাকিব

ভোলা: ভোলার দৌলতখান উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি ভোট কেন্দ্রে একাধিক ভোট (জাল ভোট) দেওয়ার অভিযোগে রাকিব (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।  

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোট চলাকালীন সময়ে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২১ নম্বর উত্তর-পূর্ব মধ্য জয়নগর সরকারি প্রাথমিক কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

রাকিব একই ইউনিয়নে বাসিন্দা।  

কেন্দ্রটির দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মাকসুদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

এ সময় তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুপুর ২টা পর্যন্ত এ কেন্দ্রে ৫০ ভাগ ভোট কাস্ট হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।