ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

জামালপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগ প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
জামালপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগ প্রার্থী

জামালপুর: জামালপুর সদর উপজেলার ১৩ নম্বর মেষ্টা ইউনিয়নে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বদরুল হাসান বিদুৎ।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে তিনি এ ঘোষণা দেন।

মেষ্টা আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বদরুল হাসান বিদুৎ প্রশাসনের পক্ষপাতমুলক আচারণ, মারধর ও প্রশাসনের সহযোগিতায় হামলার অভিযোগ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

প্রসঙ্গত, জামালপুরের মেষ্টা ইউনিয়নে ব্যলেট পেপার ও ব্যালট বক্স ছিনতাইযের ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করা হয়।

দুপুর দেড়টার দিকে মেষ্টা ইউনিয়নের বুখুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বুখুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আসাদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।