ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিংগাইরের ১১ ইউনিয়নে বিজয়ী হলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
সিংগাইরের ১১ ইউনিয়নে বিজয়ী হলেন যারা

মানিকগঞ্জ: দ্বিতীয় ধাপে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আটটিতে আওয়ামী লীগ, দু’টিতে ’জন বিদ্রোহী (আওয়ামী লীগ) ও একটিতে স্বতন্ত্র (বিএনপি ঘরানা) প্রার্থী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে নির্বাচনে সর্বশেষ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।

 

ইউপি নির্বাচনে সিংগাইরের বিজয়ীরা হলেন- সিংগাইরের ধল্লা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে জাহিদুল ইসলাম ভূঁইয়া, শায়েস্তা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল হালিম, জয়মণ্ডপ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন, চান্দহর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শওকত হোসেন বাদল, জামসা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী গাজী কামরুজ্জামান, জার্মিতা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আবুল হোসেন, চারিগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী দেওয়ান রিপন হোসেন, বলধারা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আব্দুল মাজেদ খান এবং সিংগাইর সদর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপি ঘরানা) মো. জাহিনুর রহমান সৌরভ। এছাড়া বায়রা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জিন্নাহ খান লাটু নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।