ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

পটুয়াখালীর ১৯ ইউপির ১৩টিতে নৌকার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
পটুয়াখালীর ১৯ ইউপির ১৩টিতে নৌকার জয়

পটুয়াখালী: দ্বিতীয় ধাপের নির্বাচনে পটুয়াখালী জেলার চার উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১৩টিতে নৌকা ও ৬টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।  

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সদর উপজেলার সাতটিতে নির্বাচিতরা হলেন- লোহালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে অ্যাডভোকেট কবির হোসেন তালুকদার, আউলিয়াপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির, বদরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত তানজিন নাহার সোনিয়া, মাদারবুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মো. আমিনুল ইসলাম মাসুম মৃধা, ছোটবিঘাই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মো. আলতাফ হোসাইন হাওলাদার ও মরিচবুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মো. মাসুম মৃধা ও বড়বিঘাই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আবু জাফর নির্বাচিত হয়েছেন।

বাউফল উপজেলার ২টির মধ্যে নওমালা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট কামাল বিশ্বাস ও সূর্যমনি ইউপিতে কামরুজ্জামান বাচ্চু বিজয়ী হয়েছেন।

দশমিনা উপজেলার ২টিতে বিজয়ীরা হলেন-বেতাগী সানকিপুর ইকবাল মাহমুদ লিটন ও দশমিনা ইউপিতে মশিউর রহমান যুন্টু।

গলাচিপার কলাগাছিয়ায় ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মাঈনুল শিকদার, বকুলবাড়িয়া আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সহিদ, গজালিয়া আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হাবিব বিশ্বাস, ডাকুয়ায় নৌকা প্রতীক নিয়ে বিশ্বজিৎ, গলাচিপায় নৌকা প্রতীক নিয়ে টিটো, চরকাজলে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হাবিব মোল্লা, চরবিশ্বাসে নৌকা প্রতীক নিয়ে বাবুল মুন্সি, পানপট্টিতে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মাসুদ বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।