ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কাপাসিয়ার ১১ ইউনিয়নের ৮টিতে নৌকার বিজয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
কাপাসিয়ার ১১ ইউনিয়নের ৮টিতে নৌকার বিজয় ...

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বৃহস্পতিবার (১১ নভেম্বর) ১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

প্রাথমিক ফলাফলে চেয়ারম্যান পদে নৌকার ৮ জন ও স্বতন্ত্রের ৩ জন বিজয়ী হয়েছেন।

জেলা নির্বাচন অফিসার মো. ইস্তাফিজুল ইসলাম আকন্দ জানান, চেয়ারম্যান পদে ১১টি ইউনিয়নের মধ্যে সিংহশ্রী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আনোয়ার পারভেজ (নৌকা)। রায়েদ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শফিকুল হাকিম মোল্লা (নৌকা)। টোক ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী এম এ জলিল (নৌকা), বারিষাব ইউনয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী এস. এম. আতাউজ্জামান (আনারস)। ঘাগটিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মো. হারুন অর রশিদ (নৌকা)। সনমানিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবদুল মালেক ভূইয়া (নৌকা), কড়িহাতা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মো. মাহবুবুল আলম মোড়ল (নৌকা)। তরগাঁও ইউনিয়ন থেকে আওয়ামী লীগের প্রার্থী মো. আয়বুর রহমান (নৌকা)। কাপাসিয়া ইউনিয়ন থেকে আওয়ামী লীগের সাখাওয়াত হোসেন (নৌকা)। চাঁদপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইকবাল মাহমুদ খান (মোটরসাইকেল)। দূর্গাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এম এ ওহাব খান খোকা বিজয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার মো. আবুল বাশার উপজেলা কনফারেন্স রুমে এ ফলাফল ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এখানে ১২৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ৪০১ জন ও সংরক্ষিত সদস্য পদে ১১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।