ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

পঞ্চগড়ে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, সব নির্বাচন স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
পঞ্চগড়ে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, সব নির্বাচন স্থগিত

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের বৈধ স্বতন্ত্র প্রার্থী সামসুজ্জোহা ৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ কারণে ঝলই শালশিরি ইউনিয়নের সব পদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

এর আগে, সামসুজ্জোহার মৃতুর পর পরিবারের সদস্যরা মৃত্যু সনদ ও একটি আবেদন রিটার্নিক কর্মকর্তা বরাবর দাখিল করলে রোববার (৫ ডিসেম্বর) বিকেলে শুধু চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত রাখার জন্য প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশনে পাঠানো হয়।

তবে এবার সেই প্রজ্ঞাপন পরিবর্তন করে ঝলই শালশিরি ইউনিয়নের সব পদের নির্বাচন স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।