ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাসিক নির্বাচন বর্জনের ঘোষণা সাখাওয়াতের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
নাসিক নির্বাচন বর্জনের ঘোষণা সাখাওয়াতের অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে নিজে আর মনোনয়নপত্র জমা দেবেন না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে নিজের আইনজীবী চেম্বারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

তিনি জানান, আমরা এখন সারাদেশে নির্বাচন বর্জন করছি এবং দল সেই সিদ্ধান্তে অটল আছে। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের মহাসচিবের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাকে জানিয়েছেন দল নির্বাচনে অংশ নেবে না এবং কেউ নির্বাচনে অংশ নিতে সেটা হবে তার ব্যক্তিগত। দল তাকে কোনো ধরনের সহযোগিতা করবে না এবং তার পাশে থাকবে না।

তিনি আরো জানান, আমাদের মা এখন অসুস্থ। তিনি যখন সুস্থ ছিলেন তখন আমাকে প্রার্থী করেছিলেন আমি অংশ নিয়েছিলাম। এখন যেহেতু তিনি অসুস্থ তাই তার এই অবস্থায় নির্বাচনে অংশ নেওয়া তার সঙ্গে পরিহাসের সামিল।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।