ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সোনাগাজীতে নৌকা ৬, স্বতন্ত্র ১ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
সোনাগাজীতে নৌকা ৬, স্বতন্ত্র ১ 

ফেনী: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সোনাগাজী উপজেলার ৭টি ইউনিয়নের ৬টিতে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থীরা। বাকি ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন।

এর আগে উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ২টিতে প্রতিদ্বন্দ্বী না থাকায় নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছে। তারা হলেন, ৩নং মঙ্গলকান্দি ইউপিতে বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল ও ৪নং মতিগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রবিউজ্জামান বাবু।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ  শুরু হয়ে বিকেল ৪টায় শেষ  হয়।

চতুর্থ ধাপে সোনাগাজীতে বিজয়ীরা হলেন—১নং চরমজলিশপুর ইউনিয়নে নৌকার প্রার্থী এম এ হোসেন ১০৩১৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ তাহের পেয়েছেন ৭৮৯ ভোট। ২ নং বগাদানা ইউনিয়নে নৌকার প্রার্থী আলাউদ্দিন বাবুল ৮৯৫২ ভোট পেয়ে জয় লাভ করেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম শিপন পেয়েছেন ২০৪১ ভোট।

৫নং চরদরবেশ ইউনিয়নে নৌকার প্রার্থী নুরুল ইসলাম ভূট্টো ৯৭০০ ভোট  পেয়ে জয়লাভ করেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রফেসর নাফিজ উদ্দিন পেয়েছেন ৪২০১ ভোট।

৬নং চরচান্দিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী মোশারফ হেসেন মিলন ৮৩৮৩ ভোট পেয়ে জয় লাভ করেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত লাঙ্গলের প্রার্থী আলহাজ আবু সুফিয়ান পেয়েছেন ৫৩৭০ ভোট।

৭নং সোনাগাজী সদর ইউনিয়নে নৌকার প্রার্থী উম্মে রুমা ৪১৯৯ ভোট পেয়ে জয় লাভ করেন, তার নিকটতম ভোট প্রতিদ্বন্দ্বী শামসুল আরেফিন পেয়েছেন ২৮০৪ ভোট।

৮নং আমিরাবাদ ইউনিয়নে নৌকার প্রার্থী আজিজুল হক হিরণ ১৩৯১১ভোট পেয়ে জয় লাভ করেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়েজুল হক সেলিম পেয়েছেন ৪৮৯ ভোট।

৯নং নবাবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক)  বিএনপি নেতা  জহিরুল আলম জহির ৪৮২১ ভোট পেয়ে জয় লাভ করেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী দেলোয়ার হোসেন পেয়েছেন ৪৭৩৫ ভোট। জেলা নির্বাচন অফিসার নাসির উদ্দিন পাটওয়ারী ফলাফলের এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।