ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাসিক নির্বাচনকে কেন্দ্র করে জেলা পুলিশের অভিযান শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
নাসিক নির্বাচনকে কেন্দ্র করে জেলা পুলিশের অভিযান শুরু

নারায়ণগঞ্জ: সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগত ও দুষ্কৃতিকারীরা যেন কোনো বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে।

শনিবার (৮ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার জেলা পুলিশের বিশেষ অভিযানে অর্ধ শতাধিক গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের ও ২৫টি যানবাহন আটক করা হয়েছে। এছাড়া বহিরাগত ও দুষ্কৃতিকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ অভিযান আরও জোরদার করা হবে।

জায়েদুল আলম জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ডিবি পুলিশ, থানা পুলিশ ও বিশেষ অভিযানিক দল সর্বদা তৎপর রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতভাবে সাইবার পেট্রোলিং চলছে।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।