ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইউপি নির্বাচন: শ্যামপুরে নৌকার প্রার্থিতা প্রত্যাহার করলেন আ.লীগ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, মে ২৬, ২০২২
ইউপি নির্বাচন: শ্যামপুরে নৌকার প্রার্থিতা প্রত্যাহার করলেন আ.লীগ নেতা

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুর রব বিশ্বাস তার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আব্দুল আজিজের কাছে প্রত্যাহারের আবেদন করেন তিনি।

সহকারী রিটার্নিং অফিসার আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২৬ মে নবগঠিত শ্যামপুর ইউনিয়নের মনোয়নপত্র প্রত্যাহারের দিন। আব্দুর রব বিশ্বাস  সকালে তার প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেন। তবে বিষয়টি বিকেল ৫টার পর এটি ঘোষণা করা হবে।

নবগঠিত এই শ্যামপুর ইউনিয়নে আব্দুর রব বিশ্বাসসহ মোট ৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।

আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভাসহ সদর উপজেলার আমঝুপি, শ্যাপুর, পিরোজপুর ও বারাদী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ২৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।