ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, মে ২৭, ২০২২
গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর পৌরসভা নির্বাচনে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্যা ও স্ব স্ব রিটারনিং কর্মকর্তা প্রার্থীদের হাতে প্রতিক তুলে দেন।

এর আগে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচন অফিসে আসেন।  

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।  

গোপালগঞ্জ সদর পৌরসভায় মেয়র পদে মো. রেজাউল হক সিকদার রাজু (চামচ), জি.এম সাহাবউদ্দিন আজম (কেরামবোর্ড), কাজী লিয়াকত আলী লেকু (মোবাইল ফোন), মো. মুশফিকুর রহমান লিটন (ইস্ত্রি), মৃণাল কান্তি রায় চৌধুরী পপা (জগ), শেখ রকিব হোসেন রকিব (নারিকেল গাছ), দিলীপ কুমার সাহা দিপু (কম্পিউটার), এস এম নজরুল ইসলাম নতুন (হেলমেট), মো. আবুল ফাত্তাহ সজু (রেলইঞ্জিন)ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. দিদারুল ইসলাম (হাতপাখা)।

অপরদিকে, মুকসুদপুর পৌরসভায় মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

মুকসুদপুর পৌরসভায় আতিকুর রহমান মিয়া (নৌকা), আশরাফুল আলম শিমুল (জগ), আহজ্জাদ মহসিন খিপু (মোবাইল ফোন), সাজ্জাদ করিম মন্টু (চামচ ) ও সাইফুদ্দিন সরদার বিদ্যুৎ (নারিকেল গাছ)।
 
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মে ২৭, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।