ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

শতাধিক স্থানীয় সরকারের ভোটগ্রহণ চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
শতাধিক স্থানীয় সরকারের ভোটগ্রহণ চলছে ফাইল ফটো

ঢাকা: শতাধিক স্থানীয় সরকারের ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে আটটায় শুরু হয়েছে ভোটগ্রহণ, যা চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার (১৬ মার্চ) ৪৬টি ইউপির সাধারণ নির্বাচন, বিভিন্ন ইউপির ৭২টি পদে উপ-নির্বাচন; একটি উপজেলায় সাধারণ নির্বাচন, কয়েকটি উপজেলায় পাঁচটি পদে উপ ও পুনর্নির্বাচন; তিনটি পৌরসভায় সাধারণ নির্বাচন এবং বিভিন্ন পৌরসভার নয়টি পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে অবস্থান নিয়েছে ১৬ থেকে ১৭ জনের ফোর্স। এছাড়া শতাধিক ম্যাজিস্ট্রেট, কয়েক প্লাটুন বিজিবি ও র‌্যারেব টিমগুলো মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।

ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মোটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সীমিত করা হয়েছে যান চলাচল। এছাড়া নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ না করা পর্যন্ত সব ধরনের মিছিল, সভা, পথসভার প্রচার কার্যক্রম নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
ইইউডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।