ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

সব ভোট ছিনতাই হলেও মাঠে থাকবে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
সব ভোট ছিনতাই হলেও মাঠে থাকবে বিএনপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের সম্পন্ন হওয়া পর্যন্ত মাঠে থাকবে বিএনপি নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের বোয়ালমারী পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগকালে তিনি এসব বলেন।



কোনো হামলা-মামলার ভয় দেখিয়ে বিএনপিকে নির্বাচন থেকে সরানো যাবে না বলে মন্তব্য করে বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, ভোট ছিনতাই হওয়ার সম্ভবনা রয়েছে। সব ভোট ছিনতাই হয়ে গেলেও আমরা মাঠে থাকবো।

এসময় তিনি বোয়ালমারী পৌর শহরের বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থী আব্দুর শুকুর শেখের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।

গণসংযোগে অন্যান্যদের মধ্যে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর, কেন্দ্রীয় যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাহ্ বুবুল হাসান পিংকু , মেয়র প্রার্থী আব্দুর শুকুর শেখ, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান ও বিএনপি’র কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আরকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।