ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

আখাউড়া পৌর নির্বাচন

ভোটের ১ ঘণ্টা আগেই লাইনে নারীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ভোটের ১ ঘণ্টা আগেই লাইনে নারীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ভোট শুরুর এক ঘণ্টা বাকি। তবুও তীব্র কুয়াশা উপেক্ষা করে ভোটের লাইনে এসে দাঁড়িয়েছেন নারীরা।



এ চিত্র ব্রাহ্মণবাড়িয়ার অাখাউড়া পৌরসভা নির্বাচনে অাখাউড়ার রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় অাখাউড়ার রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র গিয়ে দেখা যায়, ভোটগ্রহণ শুরুর আগেই পুরুষদের ২টি ও নারী বুথে ভোটারদের লাইন। এ সময় তাদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

কথা হয় নারী ভোটার লাইনের প্রথমে দাঁড়িয়ে থাকা সত্তরোর্ধ্ব অায়েশা বেগমের সঙ্গে। তিনি বলেন, অামার ছেলে নির্বাচনে দাঁড়াইছে (কাউন্সিলর পদে)। তাই ছেলেরে প্রথম ভোটটা দিতে সাত সকালে লাইনে আইসা দাঁড়াইছি।

তার পাশে থাকা ৯০ বছর বয়সী বৃদ্ধা মানিক চাঁন নেছা বলেন, বহুদিন পরে ভোট অাইলো। তাই অাগে অাগেই চইলা অাইলাম ভোট দিতাম।

পাশের পুরুষ লাইন থেকে বৃদ্ধ ভোটার অাব্দু মিয়া খাদেম বলে উঠলেন, পরে কি অয় না অয়। যদি ভেজাল লাইগ্যা যায়, তাই অাগের কাম সারাই ভালো।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কফিল উদ্দিন মাহমুদ জানান, তিন নম্বর ওয়ার্ডের খড়মপুর ও রেল কলোনির  মোট ২ হাজার ২১১ ভোটার এই কেন্দ্র। সকাল ৭টার পর থেকেই ভোটাররা আসতে শুরু করেন।

মানুষের স্বতঃস্ফূর্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, অাশাকরি এই কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট হবে।
এ পৌরসভায় ২৪ হাজার ৯৫০ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে নারী ভোটার ১২ হাজার ৪৫৮ জন ও পুরুষ ভোটার ১২ হাজার ৪৯২ জন। এখানে মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয় জন অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশ সময় : ০৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
 এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।