ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

গোলাপগঞ্জে ভোট উৎসবমুখর, দাবি আ’লীগের দুই বিদ্রোহীর

নাসির উদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
গোলাপগঞ্জে ভোট উৎসবমুখর, দাবি আ’লীগের দুই বিদ্রোহীর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে এমন দাবি করেছেন সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী মোবাইল ফোন প্রতীকে সিরাজুল জব্বার ও জগ প্রতীকে আমিনুল ইসলাম রাবেল।  

সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন মেয়র প্রার্থী সিরাজুল জব্বার চৌধুরী।



আওয়ামী লীগের বিদ্রোহী এ প্রার্থী বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছেন।

নিজে পৌরসভার উত্তর রণকেলী ভোটকেন্দ্রে ভোট প্রদান করেছেন জানিয়ে সিরাজুল জব্বার বলেন, আশা করছি ৮০ শতাংশ ভোট পড়বে।

অন্যদিকে, আমিনুল ইসলাম রাবেলও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে বলে দাবি করেছেন।

বাংলানিউজের সঙ্গে আলাপকালে এ মেয়র প্রার্থী জানান, তিনি নিজ কেন্দ্র দাড়িপাত্তনে ভোট দিয়েছেন। এরপর আরও চারটি কেন্দ্র ঘুরে দেখেন। তবে ওই কেন্দ্রসহ চারটি কেন্দ্রে ভোট গ্রহণের সময় আলোর সল্পতার অভিযোগ করেন। এছাড়া সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।