ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

নলছিটি পৌরসভায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
নলছিটি পৌরসভায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: উৎসবমুখর পরিবেশে ঝালকাঠির নলছিটি পৌরসভায় ভোটগ্রহণ চলছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।



সকালের দিকে ভোটকেন্দ্র গুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারের লম্বা লাইন দেখা গেছে।
 
সকাল সাড়ে ৮টায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী তছলিম উদ্দিন চৌধুরী  নান্দিকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেন।

এ সময় তিনি সুষ্ঠু ও সুন্দর পরিবেশেভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে জানান, ফলাফল যাই হোক তিনি তা মেনে নেবেন।

এদিকে মঙ্গলবার রাতে ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় দলের ৫ জন আহত হন। এছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নলছিটি পৌরসভায় মোট ভোটার রয়েছে ১৯ হাজার ৯৯৮ জন। এর মধ্যে ৯ হাজার ৮৯৮ জন পুরুষ এবং ১০ হাজার ১০০ জন নারী ভোটার। মোট ভোটকেন্দ্র ১০টি, বুথ ৬৯টি।

নির্রাচনে মেয়র পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মেয়র প্রার্থী তছলিম চৌধুরী, বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মেয়র প্রার্থী মো. মজিবুর রহমান , হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী  আব্দুল আজিজ খান এবং আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত মেয়র প্রার্থী মোসতাহিন বিল্লাহ।

এ নির্বাচনে  ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের তিন পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে ৩০ সদস্যের এক প্লাটুন বিজিবি, ১৪২ জন পুলিশ সদস্য ও ১৪০ জন আনসার সদস্য আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে। এছাড়া র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালত নির্বাচনের কাজে নিয়োজিত আছে।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।