ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

সাভারে চলছে ভোটযুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
সাভারে চলছে ভোটযুদ্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সুষ্ঠু ও সুন্দরভাবে রাজধানীর উপকণ্ঠ সাভার পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় সাভারে ভোটগ্রহণ শুরু হয়।

নির্বাচনে জয়ের ব্যাপারে প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির দ‍ুই মেয়রপ্রার্থীই আশাবাদী।

এদিকে সাভারের বিভিন্ন এলাকায় সাধারণ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত আসনের প্রার্থীরা ভোট দিয়েছেন।

সাভার পৌরসভা নির্বাচনে ৮০টি কেন্দ্রে ৪৩৮টি বুথ রয়েছে।

নির্বাচনে সাতজন মেয়র, সংরক্ষিত নারী আসনে ১৪ জন ও সাধারাণ কাউন্সিলর হিসেবে ৫৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

মোট ভোটার এক লাখ ৬৯ হাজার ৮শ ৫৪ জন। সাভারে নির্বাচনে ২৭ জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন।

যেকোনো নাশকতা এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত বিজিবি, পুলিশ ও র‌্যাব।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।