ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

মৌলভীবাজারে আ’লীগ-বিএনপি কর্মীদের মধ্যে সংর্ঘষ, এসআইসহ আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মৌলভীবাজারে আ’লীগ-বিএনপি কর্মীদের মধ্যে সংর্ঘষ, এসআইসহ আহত ১০

ঢাকা: মৌলভীবাজার সদর পৌরসভা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর কর্মীদের সঙ্গে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এসআইসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।



এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এক রাউন্ড রাবার বুলেট ছুড়ে।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক বাংলানিউজকে জানান, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর কর্মীরা কেন্দ্র দখলের চেষ্টা করলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর কর্মীরা বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এ ঘটনায় এসআইসহ ১০ জন আহত হয়েছেন।

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেন্দ্রটিতে ভোটগ্রহণ চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।