ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

গোপালপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
গোপালপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন

টাঙ্গাইল: ভোটারদের ভয়-ভীতি ও এজেন্টদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়রপ্রার্থী বেলায়েত হোসেন।

বুধবার (৩০ ডিসেম্বর) বেলা ২টায় এক সংবাদ সম্মেলনে লিখিতভাবে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।



বেলায়েত হোসেন বলেন, ‘বিভিন্ন কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ভোটারদেরও ভয়ভীতি দেখানো হচ্ছে। তাই আমি এ নির্বাচন বর্জন করলাম। ’

গোপালপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে রফিকুল হক সানা ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আব্বাস আলী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ পৌরসভার মোট নয়টি ওয়ার্ডের ভোটার সংখ্যা ৩৬ হাজার ৩৪৯ জন। এরমধ্যে পুরুষ ১৮ হাজার ৪৯ ও নারী ১৮ হাজার ৩শ’ জন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
টিআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।