ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

সরিষাবাড়ীতে কাউন্সিলর প্রার্থী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
সরিষাবাড়ীতে কাউন্সিলর প্রার্থী আটক ছবি: প্রতীকী

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নিবার্চনের একটি কেন্দ্রে ব্যালট ছিনিয়ে জাল ভোট দেওয়ার অভিযোগে রফিকুল ইসলাম হীরা নামে এক কাউন্সিলর প্রার্থীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে বাউসী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।



আটক রফিকুল ইসলাম নির্বাচনে ডালিম প্রতীক নিয়ে কাউন্সিলর প্রার্থী হিসেবে লড়ছিলেন।

এদিকে বুধবার বেলা ১১টার দিকে জামালপুরের ৭টি ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে।

এদের মধ্যে বাউসী বাঙ্গালী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র ভোট গ্রহণ স্থগিত করেন প্রিজাইডিং অফিসার সেলিম হোসেন।

এছাড়া আরামনগর আলিয়া মাদ্রাসা, পঞ্চপীর ও তাড়িয়া পাড়া ভোট কেন্দ্রে সহিংসতায় প্রায় অর্ধ শতাধিক নেতা কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত আল আমিন ও টিটুকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।